তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: ড. বদিউল আলম
- By Jamini Roy --
- 16 November, 2024
পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে—এমন ধারণা ভুল বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে এবং শুধু সংশোধনীর মাধ্যমে সংবিধান ফিরিয়ে আনা সম্ভব নয়।”
ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের বিষয়। তিনি উল্লেখ করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হয়েছে এবং এতে এক তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত হয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে সংবিধানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, যেগুলোর পরিবর্তন প্রয়োজন।
বদিউল আলম বলেন, “মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই।” সংরক্ষিত আসন নিয়ে তিনি আরও বলেন, “এখানে নারীকে শুধু প্রতীকী অবস্থায় নিয়ে আসা হয়েছে, যা নারীকে অবমূল্যায়ন করে।” তাই, নারীকে ক্ষমতায় আনার জন্য সরাসরি নির্বাচনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। তিনি জানান, "৪০০ আসনের মধ্যে ১০০টি আসন নারীদের জন্য বরাদ্দ করা উচিত, এবং সেগুলো নির্বাচনযোগ্য হওয়া উচিত, যোগ্যতার ভিত্তিতে।"
সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেনও উপস্থিত ছিলেন, যিনি বলেন, “বিগত সময়ে সংবিধান রাজনৈতিক সংকট সমাধান করতে পারেনি, বরং সংকট আরও বাড়িয়েছে।” তিনি বলেন, সংবিধানের সংশোধন প্রয়োজন, যাতে তা দেশের জনগণের প্রতি আরও বেশি দায়িত্বশীল ও কার্যকর হয়।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও বলেন, “সংবিধান সংশোধন করা নিয়ে আলোচনা হওয়া উচিত, কিন্তু যদি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তবে সংবিধান থেকে শুরু করে সব কিছুই সংশোধন করা সম্ভব।”